আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা;এক অদ্ভুৎ প্রহেলিকা

আহত উড়াল

অপেক্ষার মনভূমে শুয়ে থাকে বিষাদের বর্ণমালা অকর্ষিত খেরখাতায় বিবর্ণ অক্ষরেরা যেমন নৈশব্দের আটপৌরে ঘোরে শব্দাবদ্ধ হয় দারুন কবিতা হবে বলে! প্রত্যেকটা কবিতাই কবিতা হয়ে ওঠার আগে লালিত হয় অনেক অপেক্ষার মৌলিক কোন চারণভূমে, গহন ভাবনার বিনীত অহংকার ছায়ায়। কবিতা মাত্রই ইশারাশূন্যতার কেন্দ্রবিন্দুতে ভর করে বুনে যাওয়া শাব্দিক মাত্রা বৃত্ত নয়, নয় যথা সুখের সন্ধিবিচ্ছেদ অথবা বিচ্ছেদের সুখসন্ধি। কবিতা কেবল যাপিত জীবনের উপলক্ষ্যে এক অদ্ভুৎ প্রহেলিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।