আমাদের কথা খুঁজে নিন

   

আমি আমার ব্লগের একজনের লেখা থেকে এখানে তুলে দিচ্ছি.........



“ আমার রুমমেট, সমাজবিজ্ঞানের ৪র্থ বর্ষের ঢা.বি'র ছাত্র নাম নাজমুল(ছদ্ম) আজ কয়েক দিন ধরে সে হলে আসেনা। ২ দিন পর ফোন করে জানতে পারলাম সে বাডিতে আছে, তার বাবা মা কান্নাকাটি করে বাড়ি যেতে বলায় সে এখন বাড়িতে। ফোনে আমাকে বললো আমি যেন তার টেবিলে রাখা কুরআন, হাদীসগুলো কোথাও লুকিয়ে রাখি, আর আজই যেন তার পাঞ্জাবি আর টুপিটি কাউকে দিয়ে দেই। সে মাঝে মাঝে নামাজ পড়তো। তার কথা শুনে আমি তো টাশকি, তার উদ্বিগ্ন স্বর আমাকে তার কাজ গুলো করতে বাধ্য করলো। ব্যাপারটি আমিও বুঝি.... কিন্তু কি করবো চুপ করে থাকি। মনে মনে ভাবি আমরা এমন দেশে বাস করি যেখানে ধর্মীয় পুস্তক রাখলে সে হয় শিবির ও জামাতি। আফসোস আমার বেডমেট যে ই. ইতিহাসের ছাত্র সে তার ডিপার্টমেন্টের প্রায় নব বই তার খালার বাসায় রেখে এসেছে,, কখন জানি জঙ্গী সন্দেহে আবার গ্রেফতার হয়ে যায়................... আমার রুমমেট দুঃখ করে বললো মুসলমান হয়েও সে নামাজ পড়তে ভয় পায়......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.