আমাদের কথা খুঁজে নিন

   

"না"!!! (repost)

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

সেই কবে তুমি যখন একতরফা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে, আমি তোমাকে একটি শব্দে "না" বলেছিলাম ৷ অথচ, মনে হলো তুমি তা বুঝতে পারো নি! তুমি তোমার অযাচিত বন্ধুত্বের কথা বলে চলেছো, বলেই চলেছো, সেই কবে থেকে ৷ "না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি? তুমি লাভ-লোকসানের সমীকরণ আমাকে বোঝাতে চেয়েছো, "বুঝি কম - শুধু তোমার সঙ্গে আমার হবেনা" এই বলে আমি তোমায় বারণ করেছি ৷ তবু তোমার রঙ্গে আমার মানচিত্র এঁকে আমাকে আমার প্রাপ্তি বোঝাতে চেয়েছো ৷ আমি সত্যিই বুঝিনা - একটি মাত্র শব্দ:"না" - বুঝতে তোমার সমস্যা কোথায়? শিল্পকলা, চারুকলা, নৃত্যকলা অধ্যূষিত তোমার কলাময় রাজ্যের ছলা-কলায়, ছেয়ে গেছে আমার আকাশ-বাতাস পরিবেশ-প্রতিবেশ ৷ আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো - আমি স্পষ্ট একটি শব্দে তোমায় "না" বলে তাড়িয়ে দিতে চেয়েছি। বলতো "না" শব্দটির ঠিক কোন অংশটুকু তোমার বোধগম্য নয়? তুমি শয়তানের দোসর অথবা সাক্ষাৎ শয়তান অথবা দু’টোই - তুমি জানো নষ্ট ক্ষেতে কেবল নষ্ট ফসলই হয়, অন্তঃসারশূন্য ফসল ৷ তুমি আমার ক্ষেত নষ্ট করতে চাও, ক্ষতিকর খরতাপে উন্মুক্ত করে - যেন সেথায় প্রজন্মের পর প্রজন্ম ধরে কেবল নষ্ট প্রজন্মেরই জন্ম হয় ৷ না!!! ছোট্ট একটি শব্দ: "না" - বুঝতে তোমার এত অসুবিধা হয় কেন? তুমি আমায় নিরবচ্ছিন্ন নিরাপত্তার প্রলোভন দেখিয়েছো কতবার! বলেছো, আমার দ্বার তুমিই পাহারা দেবে আমার হয়ে, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি ৷ কয়েদিরা হাজতে অথবা বাঘ খাঁচাতে নিরাপদ থাকে সত্যি- কিন্তু আমি সেই নিরাপত্তা চাই নি, চেয়েছি ঝুঁকির্পূণ অনিশ্চিত ভবিষ্যত আবারো, বলতো, "না" শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।