আমাদের কথা খুঁজে নিন

   

....সরল কবিতা , জটিল কবিতা....

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

সরল কবিতা সরল পথে হেটে চলে... জটিল কবিতা চলে আঁকাবাঁকা পথে... সরল কবিতা ভেসে বেড়ায় মুক্ত মেঘের পাশে পাশে... জটিল কবিতা শ্রাবণের কাল মেঘ হয়ে থাকে.... সরল কবিতা রিমঝিম বৃষ্টি হয়ে ঝড়ে..... জটিল কবিতা বান ডেকে আনে.... সরল কবিতা মিষ্টি রোদ হয়ে নামে পৌষালি শীতের সকালে.... জটিল কবিতা কিষাণেরা ঘেমে নেয়ে পড়ে চৈত্রের কাঁঠফাটা রোদে.... সরল কবিতা জীবনের স্বপ্ন দেখে... জটিল কবিতা আশাহতদের কথা বলে... সরল কবিতা বুলি হেয় ফোটে শিশুর ঠোঁটে.... জটিল কবিতা ঠাঁই করে নেয় দর্শনশাস্ত্রে.... সরল কবিতায় কবি সুখের সৌরভ ছড়িয়ে দেয় আনন্দলোকে.... জটিল কবিতায় কবি আত্মকেন্দ্রিক! কবিতার সাথে কষ্টগুলো ভাগাভাগি করে.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।