আমাদের কথা খুঁজে নিন

   

শিশির, হিমায়িত রোদে মুক্তো হয়েছে!!

বিদায় - পথের নয়, পথিকের...
পায়ে হেঁটে হেঁটে... শিশির জমাই, শিশিরে অনেক হাবুডুবু! হাবুডুবু হাবুডুবু আরো হাবুডুবু... তোমার চোখে সবুজ এঁকেছিলাম অভিমানী অশ্রু ও কিছু শিশিরের মুক্তো দু'হাত পেতে হাবুডুবু কুড়াই, মুক্তো কুড়াই... মুক্তো কুড়াই... বিন্দুও বুঝি না সিন্ধুও না! ভালোবাসায় রক্ত খুঁজি না, শূন্যতাও না অভিমানী শিশির আমার হৃদয়ে, হৃদয় বেধেছি, একটি আঁচলে, শিশির আঁচলে, হৃদয় বাদলে.. উপহার এনেছি এই মুঠোয় দুপুরের সেই হিমায়িত রোদ! হাসছো? মুঠো খুলো, মুঠো খুলো! কি পেয়েছো? হিমায়িত রোদ ও প্রজাপতি! আমার চোখে তোমার হাত! বন্ধ চোখ, খুলে যাক! মুক্তো তোমার নীলাচলে! আরে! এই আচলেই তো শিশির বেঁধেছি শিশির, অশ্রু মিলে-মিশে.. বিন্দু মুক্তো! একদিন আমি শিশির হব! একদিন আমি রোদ হব! একদিন আমি সীমান্ত হব! সব কিছু নিয়েই, একদিন আমি-তুমি, বসন্ত হব!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।