আমাদের কথা খুঁজে নিন

   

রবি, বিরক্তিকর আরেক নাম।



বর্তমানে আমরা মুঠোফোন ব্যবহার করি বাধ্য হয়েই। পারলে আমি এই আজাইরা বিরক্তিকর জিনিস ছেড়ে দিতাম, কিন্তু এই যন্ত্র ছাড়া যে চলতে পারি না। তাই প্রয়োজনে ব্যবহার করা। কিন্তু রবির অফিসিয়েল কিছু কল ও মেসেজ আসে, তা সত্যি বিরক্তিকর। দিনে অনেক কল আসে।

কখনো কখনো একই জিনিস দুই-তিসবার ও আসে। তাই হ্যান্ডসেটের মাধ্যমে কল ব্লক করেছে। কিন্তু ফাজলমো ও সীমা থাকা দরকার এটা না বুঝে ওরা কলের পরিমাণ বেড়ে দিয়েছে। একটা নাম্বার ব্লক করলে আরেকটা নামবার থেকে কল আসে। আমি এই পর্যন্ত ৭টা নাম্বার ব্লক করেছি।

নাম্বার গুলো হল: ১. ৮০৮০৭ ২. +২১২২৮ ৩. ৮০৮০ ৪. +৮৮০২৪৬৪৬ ৫. ১৮২৬১ ৬. +৮৮০২৪৬৩৬ ৭. +২১২২৮৮৮৮ কি জানি আবার কোন নাম্বার থেকে কল করে বিরক্ত করে। এখন সমস্যাটা হল তাদের মেসেজ ব্লক করতে পারছি না। সকাল সকাল এবই ধরনের অফার এক ঘন্টার মধ্যে দুইবার এসেছে। একই ধরনের অফার প্রত্যেকদিন মেসেজ পাঠানো দরকারটা আমার মাথাই ডুকে না। আমারতো মনে হয় এরা মানুষকে বিরক্ত করার জন্য এই কান্ড করে থাকে।

না হলে প্রত্যেকদিন এক গুলো কল ও মেসেজ পাঠাবে কেন ! ওদের কাস্টমার মেনেজারের সাথে কথা বলেছি। রবি নাম্বার পরিবর্তন করার চিন্তা করছি যদি কোন সমাধান না হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।