আমাদের কথা খুঁজে নিন

   

একক সত্ত্বায় একাকি



একক সত্ত্বায় একাকি -এম জসীম স্বপ্ন বহুবার পাল উড়িয়ে ভেসেছে শপথের ভেলায় ভেসে-ভেসে গেছে জোয়ার-ভাটায় নদ-নদী, অথৈ সমুদ্রে... আবার ফিরে এসেছে যথাস্থানে সাময়িক বিলাসে মত্ত হতে সাহস আর তরঙ্গ আরোহী হয়ে গেছে দুর্বিনীত পথ পেরিয়ে কত... আমি যেতে -যেতে প্রস্তুত হই আমার কন্ঠমূলে ওঠে তরঙ্গ সুর একাকি মিলায় ইথারে... শুধু কন্ঠ পড়ে থাকে আকড়ে আমায় আবার তোলে জাগরণের সুর বারেবার... আমি কিঞ্চিত শান্ত হয়ে বসি পৃথিবীর শ্যামল ত্বকে আর প্রিয়তমকে বলি, গভীর চিত্তে ; বিনয়ে বলি আমি শুধু একটিবার নি:শ্বাস নেব, বুকের গলুই ভরে নেব একটি বার শুধু পেছনে ফিরে তাকাবো অনুভবে নেব শান্ত দীঘির নিস্তরঙ্গ ; মৌন তারপর হয়ে যাব বন্ধনহীন সাগরের জল ! ২৬,ফেব্রুয়ারি-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।