আমাদের কথা খুঁজে নিন

   

আহা ! যদি পারতাম...........

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞

এমন একটা কবিতার লাইন হবে কি ? যে কবিতায় আমি সাজাবো আমার শৈশবকে। যে কবিতায় আমি দেখাবো আমার কৈশর কে । আমার সেই পাতাঝরা দিনের অক্লান্ত ছোটাছুটি, আজো মনে আছে আমার প্রথম বেলার সেই স্কুলটি। যেখানে আমি যে শিখেছিলাম গুরুজন কে সম্মান করতে। আমি যে শিখেছিলাম সুন্দর স্বপ্ন দেখাতে এবং দেখতে।

মনে পড়ে চলার পথে সবার সাথে, পথি মধ্যে হোচট খেয়ে আমার পড়ে যাওয়া, সে’কি হাসি - হি - হি। লজ্জায় মুখ লুকানো, আমার সেই স্কুল পালানো, স্যারের হাতে সে’কি মার - রে ভাই.............। দুরন্ত সেই আমি, মায়ের শাসন না মানা, প্রতিযোগীতার দৌড়ে স্কুলে ফাস্ট না হওয়ায় আমার সে’কি কান্না। নতুন কিছু করতে গিয়ে, চুপিসারে আমার প্রথম নিজের রান্না। আমি যে বোকা তার প্রমান করতে গিয়ে, মুখে কালি মেখে স্কুল নাটকে.....।

বন্ধুর বিদায়ে আমার অশ্র“সজল দৃশ্য আজো চোখ ভেসে যায়। কেউ আমার বন্ধু হবে কি ? এই বলে কতো অনুরোধ নাহ্ একলা চলার পথেও পেয়েছি বন্ধু ভাঙ্গেনি মন। আমি কাদতে পারতাম না কষ্ট হতো , জানতাম না কষ্ট কি? বুঝেছি বাবাকে হারিয়ে। হোলি’র দিন রং মেখে ভূত সেজে বাড়ি ফেরা লুকিয়ে সিগারেট খেতে গিয়ে শেষে বাবার হাতে ধরা প্রথম উঠা দাড়িঁগোফ নিয়ে সে,কি হাসাহাসি লজ্জায় মাথা নুইয়ে বলা তোমায় ভালবাসি। প্রথম কলেজ সে,যেন অনেক স্বাধীনতা আমার লেখা প্রথম কবিতার পাতা , কবিতা সে তো হয়নি ভালো, বসে থাকতাম মুখ করে কালো।

জীবনে প্রথম, ভালোবাসা হারানোর ব্যাথায় আমার চোখে জ্বল। বাধঁভাঙ্গা জোয়ারে কেঁদেছি কতো রাতের পর রাত হয়েছিলো সবকিছু নিস্ফল। জীবনের প্রতিটি বাকেঁ হারতে,হারতে এখন মনে পড়ে, মনে পড়ে ছোট্ট বেলায় প্রথম হেরে যাওয়া আমার সে ফুটবল দল। কলেজের আঙ্গিনায় কত মারপিট, কত মিছিলে আমার স্লোগান গড়বো দেশটা নতুন করে ভাবতাম। আজ হারালো কোথায় সে, সব স্বপ্ন জীবনের ঘানি টেনে ক্লান্ত আমি ।

ভাসেনা তো চোখে আর রঙ্গিন স্বপ্নরা , কিন্তুু মনে ভাসে সেই সব দিন,আহা! যদি পারতাম ফিরে যেতে আবার সেই দিনগুলিতে তাহলে স্বপ্নটা আরো শক্ত করে গেথে নিতাম.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।