আমাদের কথা খুঁজে নিন

   

আমার আর কিছুই বলার নাই, যা বলার শচীন বলেছে

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
অভিনন্দন শচীন টেন্ডুলকারকে। আর কিছু বলার নাই। সারা জীবনে যতো সর্বনাম, যতো প্রশংসা বাক্য আর শব্দ শিখেছিলাম সব ঐ ২০০* রানের ইনিংসটায় খরচ করে ফেলেছি। সাঈদ আনোয়ারকে ছাড়াতে পারলো না টেন্ডুলকার এই আক্ষেপটা মনে গেঁথে ছিলো গত অনেকটি বছর (কভেন্ট্রিকে আমি হিসাবে ধরি না), আজ তারও অবসান ঘটলো। আমার ওপরের তলার ছেলেটা মাত্র বলতে নিয়েছিলো - "এখন বাকি শুধু আফ্রিদির ৩৭ বলের সেঞ্চুরীর রেকর্ডটা.....।

" আমি ওখানেই থামিয়ে দিলাম ওকে - "সব ব্যাটসম্যানকে দিয়ে সবকিছু হয় না। টেন্ডুলকার হলো ক্লাস এ্যাক্ট, এ জেম, এ পিস অফ আর্ট। ঐ রেকর্ড করার ব্যাটসম্যানের জাত আলাদা। শেবাগ, গিবস, ম্যাককুলাম, ওয়াটসন, গেইল আর যুবরাজদের জন্য বরাদ্দ ৬ বলে ৬ ছক্কা আর দ্রুততম সেঞ্চুরীর রেকর্ডগুলো। আর যদি কোনদিন করে তাহলে সেটা বাড়তি প্রাপ্তি।

"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।