আমাদের কথা খুঁজে নিন

   

একটা বাবু, একটা ফুল



সন্ধ্যাবেলা, ভাইঝিকে নিয়ে কেক ইত্যাদি কিনে দোকানেই রেখে দিলাম, যাবো ফুল কিনতে। আরেক ভদ্রলোক কিনলেন কেক কিন্তু খুঁতখুঁতি নিয়ে, কেকটা কবেকার, অর্ডার এবং রেডীমেড একরকম হয় কিনা, লেখা হয়ে যাবার পর- লেখার রংটা অন্যরকম দেয়া যেত কিনা ইত্যাদি। কেক বাক্সে বাঁধার পর স্কচটেপ দেন, ধূলা ঢুকবে কিনা...। তাকিয়ে দেখছিলাম। ভদ্রলোক চলে গেলেন।

আমরা ফুল কিনে এসে দেখি দেয়ালে সস রাখা ও খাবার ছোট কাঠের তাকে ফুটফুটে এক বাবু বসা। এত ভাল লাগলো। আমাদের দিকে তাকিয়ে। ভাবছিলাম প্রকৃতির দান ফুল সুন্দর না ঐ বাবু! ওর মা কেক কেনায় ব্যস্ত। আমি সবচে সুন্দর, তাজা, বড় লাল গোলাপফুল কাটা বেছে বাবুর হাতে দিলাম।

বাবু নিল। মুঠি করে ধরলো। ওর মা বলতে লাগলো-থ্যাংক্যু বলো, থ্যাংক্যু বলো; বাবু চুপ। মা খুশীতে ঝলমল করে সংগীকে বললেন, দেখেছো বাবু কারো কোন গিফ্ট পাওয়ার আগে ও এখানে গিফ্ট পেল। ওর আজ প্রথম জন্মদিন।

আমি ভাবতে লাগলাম একটা বাবু, একটা ফুল কতনা সুন্দর, কত না আনন্দের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.