আমাদের কথা খুঁজে নিন

   

ফি ফাইল স্টোরেজ ও শেয়ারীং (Virtual drive)

এন. ইসলাম মিতা
আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, ডাটা, সফটওয়্যার কম্পিউটারের হার্ডড্রাইড, সিডি, ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদিতে ব্যাকআপ বা সেভ করে রাখি। প্রয়োজন মত তা ইচ্ছেমত ব্যবহার করি। এসব স্টোরেজ হার্ডওয়্যার বা মিডিয়া কোন কারণে নষ্ট/ক্রেক/ড্যামেজ হলে গুরুত্বপূর্ন সব ফাইল, ডাটা, সফটওয়্যার উদ্ধার করা কঠিন হতে পারে। তাছাড়া এসব মিডিয়া হাতের নাগালে না থাকলে তাৎক্ষণিক ব্যবহার করাও সম্ভব হয় না। বর্তমানে ঘরে ঘরে, অফিসে, সাইবারকাফেতে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা, ফাইল, সফটওয়্যার ইচ্ছে করলে অনলাইনে বা ওয়েবসাইটে ব্যাকআপ / স্টোরেজ করে রাখতে পারি। এমন সুবিধা সম্বলিত বেশ কিছু ওয়েবসাইট আছে। যে গুলিতে সীমিত পরিসরে (10mb এর মত) ফি স্টোরেজ / শেয়ারীং করা যায়। এমনই একটি অনলাইন ফি ফাইল স্টোরেজ ও শেয়ারীং ওয়েব সাইট হলো "www.4shared.com." এখানে সাইন-আপ করে ১৫ (পনের) গিগাবাইট (15 GB) স্টোরেজ সুবিধা পাওয়া যায়-সম্পুর্ণ বিনা মূল্যে। এখানে মাল্টিপল ফাইল আপলোড / ডাউনলোড সুবিধা পাওয়া যায়।

এখানে most popular types of files স্টোরেজ ও শেয়ার করা যেতে পারে্ যেমন- - document file (*.doc, *.txt, *.pdf, *.rtf, *.xls) - music file (*.mp3, *.ogg, *.wav, *.mid) - video file (*.avi, *.mpg, *.mpeg) - image file (*.jpg, *.gif, *.bmp, *.png) - zip file (*.zip, *.rar, *.arj) - any other types স্টোরেজকৃত তথ্য / সফটওয়্যার গুলি একটি হার্ডড্রাইভের মত Root directory, Directory ও Sub-directorey আকারে সাজিয়ে রাখা যায়, নিজের ইচ্ছেমত আপলোডকৃত তথ্য কপি, কাট-পেষ্ট করা যায়। যে কাউকে শেয়ার দেয়া য়ায়। ১৫ গিগা অনলাইন ফাইল স্টোরেজ সুবিধা পেতে হলে দরকার হবে শুধুমাত্র একটি ইমেইল একাউন্ট ও পাশওয়ার্ড। এখানে রেজিস্ট্রেশন করা খুবই সহজ ও সময় লাগে কয়েক সেকেন্ড। এবং ইচ্ছে মত ফাইল, সফটওয়্যার আপলোড করে রাখা যায়।

Quick Tour: http://www.4shared.com/tutorial/ * Terms of কন্ডিশন আছে; তবে কঠিন কিছু নাঃ - ফি স্টোরেজ সুবিধা - 15 GB (per account); - যে ফাইল আপলোড করবেন তার সাইজ 200 MB উপর হবে না; - এখানে কোন illegal, pornographic, copyrighted materials share করতে করা যাবে না; (একান্ত যদি দরকার হয় abuse নামে একটি ফোল্ডার বা Sub-directorey করে তাতে একান্ত ব্যক্তিগত ফাইল এমনকি pornographic রাখতে পারেন এবং Folder sharing বন্ধ করে রাখতে হবে )। বিশেষ করে উল্লেখ্য, প্রতি মাসে (৩০ দিনে) অন্ততঃ একবার হলেও একাউন্টে লগ-ইন হতে হবে। অথবা কাওকে না কাওকে ভিজিট করতে হবে নতুবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার Virtual drive খালি করে দেবে। 4shared Terms of Use. এখানে ..http://www.4shared.com/terms.jsp Free online storage বা Virtual drive এ music, video, photos -সহ সফটওয়্যার Upload এবং access -share ব্যবহার করতে সাইন-আপ করুন এখানে... http://www.4shared.com/signup.jsp যাচায়ান্তে আমার "ভার্সোয়াল ড্রাইড" দেখতে পারেন... এখানে .... Click This Link - এন. ইসলাম মিতা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।