আমাদের কথা খুঁজে নিন

   

"লাহ ইলাহা" কথা: সুজয় আহমেদ



আত্মমগ্ন হওরে ও পাগল মন খুঁজে দেখো খোদার ঠিকানা আল্লাহ আল্লাহ জিকির কর বেহেস্ত তারে ছাড়া পাবে না তুমি আল্লাহ হেকমত ওয়ালা মালিক তুমি সর্বশক্তিমান যাহিরি বাতিনি জানো তুমি পরোয়ারদিগার নেয়ামত এর শান আমায় দাও করুনা তুমি দাও তোমার দয়ার সাগরে ভাসাও আমার দাও করুণা তুমি দাও গো আল্লাহ তোমার দয়ার সাগরে ভাসাও। নিকট তুমি দূরেও আছ যে তুমি আদি অন্ত তোমারই দেওয়া শান জিকির করলে জ্বলবে দেহের বাতি খান নূরের ধেওরে জ্বলেছে এই দেহ প্রাণ ও আমার প্রানের খোদা ও আমার প্রানের মাওলা পাপি-তাপি সবাই জপি নাম যুল জালালী ওয়াল ইকরাম আল্লাহ তুমি রহমান জ্বলছে বাতি নূরের আলোয় যে বাতি হায় তোমার দান কিওনা কি হুয়ে সাল্লে আলা হার পাল মে হে তেরি ধুন কিওনা কি হুয়ে রাব্বে আল্লা হার পাল মে হে তুহি তু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।