আমাদের কথা খুঁজে নিন

   

Your Post is not auto saved-সাময়িক পোষ্ট, টেকি-ব্লগার ভাইজানদের কাছে সাহায্যের আকুল আবেদন!

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

আমি ফনেটিকে লিখি যা ব্লগের পাতা না খুলে লেখা সম্ভব নয় (সম্ভবতঃ)। আমাকে এক সাথে একাদিক ট্যাব, উইন্ডো ও ব্রাউজার ব্যাবহার করতে হয়। তো সামুতে লেখার সময় যখন অটো ড্রাফট হয় না তখন বারে বারে আমাকে সতর্ক করে দেয়া হয় "Your Post is not auto saved". সে সময় আমি যদি সেই ব্রাউজারেরঅন্য উইনন্ডো বা ট্যাবে থাকি তা'লে উইন্ডোটি/ট্যাবটি বন্ধ হয়ে writing panel tabটি খুলে যায়। অসংখ্য ট্যাব থকে খুঁজে আবার সেই ট্যাবে ফিরে যাওয়া সময় সাপেক্ষ, বিরক্তিকর ও আমার জন্যে দুঃসাধ্য।

আমাকে যদি: ১। এ সতর্কীকরন ট্যাব বন্ধ করনের উপায় বাতলে দেন ২। কিভাবে অটো সেভ আবার করা সম্ভব হবে তা বলে দেন তা'লে আমি কৃতজ্ঞ থাকবো। উল্লেখ্য, আমার সামনে এখন ফ্লক, মজিলা, অপেরা, ক্রোম, সাফারী আর আই ইর প্রতিটির দুটো করে মোট বারোটি ট্যাবে রাইটিং প্যানেল খোলা। কোনটিতেই সেভ হচ্ছে না।

আবার মজিলাতেই আরেকটি ট্যাবে অন্য একটি লেখা ঠিকই সেভ হয়ে যাচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।