আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে পাওয়া চিঠি



কার চিঠি,কি কারনে লেখা কিছুই বলবো না.............ধরে নিন স্বপ্নে পাওয়া...................... জাদু, চললাম। আর কখনও বিরক্ত করবো না........। কখনও না। কোনোভাবেই না। আমাকে আর খুজে পাবে না।

আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু আমার হাত পা যে বাধাঁ। না তোমার কোনো দোষ আছে না আমার। আসলে সময়টাই ভুল। কেন আরো আগে এলে না তুমি??? আমি জানি তুমি কি চাও।

কিভাবে চাও। কেন চাও। বিশ্বাস করো তুমি যেমন চাও আমি ঠিক সেরকম। কিন্তু আমি ভয় পাই আমার ভেতরটা তোমাকে দেখাতে.......কেন??আজ আর বলবো না। ভাবছো এখন কেনো এসব বলছি?????????? আজ যে আমার কোনো ভয় নেই জাদু।

আমি যে বিদায় নিতে এসেছি। আমাকে দেখে যত শান্ত মনে হয় আমি তত শান্ত না জাদু। এখন আমার মনে চলছে ঝড়। তুমি টের পাচ্ছ জাদু?? তোমাকে জাদু ডাকি কেনো জান?? কারন তুমি আমার জীবনে হঠাৎ এসে জাদুর মতো আলো ছড়িয়ে দিয়েছিলে। সেই আলো আলোকিত হলো আমার স্বপ্নের ভুবন।

আমার স্বপ্নের ভুবনে তোমার আমার সাজানো ছোট্ট একটা সংসার। সেখানে আমি তোমার আদুরে লক্ষী বউ। তুমি বাবু বলে ডাকলেই যে তোমার উপর ঝাপিয়ে পড়ে। তুমি রাগ করলেও তোমার কাছে চুপটি করে বসে থাকে.....জোর করে আদর কেড়ে নেয়....যেমনটি তুমি চাও। সংসার করতে পারলাম না তো কি হয়েছে?আমার আছে স্বপ্নভুবন।

আমার সেই মিষ্টি স্বপ্নে তুমি আমার ডালিমকুমার, আমার toyboy.. আমি চলে যাচ্ছি জাদু। সাথে করে নিয়ে যাচ্ছি তোমার sweet ভালোবাসাটাকে...........ওকে যে আমি ভী..ষ..ন ভালোবাসি জাদু ! সেই সাথে তোমাকেও। তোমার বাবু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।