আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দিন......পারলে নিজের হার্ডডিস্কটাও

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

এই পোস্ট যতোক্ষণে ব্লগের প্রথম পাতায় পৌঁছাবে নাফিস ইফতেখার ততোক্ষণে আরো একধাপ এগিয়ে যাবে - অন্ধকার ঐ জগতটার দিকে। পিসিহীন, নিরানন্দময় ঐ জগতটা। যেখানে নেই কোন হার্ডডিস্ক, নেই কোন গান, ম্যুভি বা ডকুমেন্ট.....হারিয়ে গিয়েছে প্রিয়জনদের চেনা-পরিচিত ছবিগুলোও। নেই ফটোশপে করা হাজারো সব গ্রাফিক্স ওয়ার্ক আর রাজ্যের সব সফটওয়্যার। 'ভোল্টেজ ওভার-ফ্লো' নামে এক কালবৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে নাফিসের সব স্বপ্ন।

দুমড়ে-মুচড়ে চুরমার করে দিয়ে গেছে প্রতিটি বাইট। মূমূর্ষ অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে উবুন্টুর লাইভ সিডির মাধ্যমে। আজ নাফিস বড়ই একা, বড়ই অসহায়। আবারো সে ম্যুভি ডাউনলোড করতে চায়, চায় নেট থেকে পর্ণ ডাউনলোড করে হার্ডডিকে সেইভ করতে.......নাফিস বাঁচতে চায়। বাঁচতে চায় জীবনের শেষ বাইট টুকু পর্যন্ত।

আর সে জন্য প্রয়োজন একটি ১ টেরাবাইটের হার্ডডিস্কের। আমার কি পারিনা নাফিসকে একটা হার্ডডিস্ক কিনে দিতে (বা নিজেরটা খুলে দিয়ে দিতে)?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।