আমাদের কথা খুঁজে নিন

   

সর্বস্তরে বাংলা!

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের স্মরণে প্রায় সবাই, এমনকি আমাদের সরকার প্রধানও দাবী করলেন সর্বস্তরে (খেয়াল করুন, এখানে রাষ্ট্রভাষার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে 'সর্বস্তরে') বাংলা প্রচলিত হোক। এদিকে উইকিপিডিয়া বলছে, বাংলাদেশে প্রায় ৩৮টি জনগোষ্ঠির আলাদা আলাদা মাতৃভাষা প্রচলিত আছে। এবং দেশের আইন অনুসারে ওই জনগোষ্ঠির সবাই বাংলাদেশী। বাংলায় কথা বলা আমার-আপনার যতোটুকু অধিকার নিজ ভাষার ওপর আছে, ঠিক ততোটুকু অধিকারই আইনত তারা দাবী করতে পারেন তাদের ভাষার বিষয়ে এবং বাংলাদেশের সংবিধান তাকে আমার-আপনার তুলনায় একচুল পরিমাণও কম অধিকার দেয় না। কাজেই, বাংলাদেশে সর্বস্তরে বাংলা প্রচলনের দাবী কি আসলে অবাঙ্গালীদের ওপর সংখ্যাগুরুর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত হয়ে যায় না? দাবীটি কি হওয়া উচিৎ ছিল না- "সর্বস্তরে মাতৃভাষা প্রচলিত হোক" ? আমার মনে প্রশ্নটি আসলো, এ বিষয়ে অন্যদের মতামত চাইছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.