আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়াটা যে কাপছিলো, এইটা বুঝতে বাঙালির ৫৮ বছর লাইগা গেল !



বাঙালি তামাশাবাজ | আমাগো বুদ্ধিজীবিরা আরেক কাঠি সরেস | কখন কি কয় বোঝা মুশকিল | বেশি না ২০০২/০৩ এর দিকে গ্রামীন বাংলিশ এ কমার্শিয়াল বানাইলে তারা বাংলা ভাষার সর্বনাশ দেখতে পাইছিলো | গ্রামীন হইছিলো বাঙালি সংস্কৃতির শত্রু | আইজকা পয়সা ছাড়লে আমাগো ভাষা সৈনিকগণ লাইন দিয়া খারাইসে গ্রামীন এর পিছে | আমাগো মতি মিয়া হইছে গ্রামীন এর pimp | কী কয় নিজেও বুঝে না | একুশে ফেব্রুয়ারি আমাগো লাইগা বড় দিন কিন্তু দুনিয়া কাপায়ছিল কেমনে বুজবার পারি না | কত magnitude এ কাপায়ছিল হেইডাও দেখি কয় না | বাংলাদেশী বাদ দিলে দুনিয়ার এক পার্সেন্ট মানুষও একুশে ফেব্রুয়ারির খবর রাখে না | এইটা এত বড় কাপন যে ৫৮ বছর ধইরা কেও টের পাইল না | অতি কথনেই বাঙালির পেট ভরে না, ছাগলামি না হইলেই না |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।