আমাদের কথা খুঁজে নিন

   

কবে আসবে সে সময়...

সত্য, সত্য এবং সত্য...

এক বন্ধুর বান্ধবীর সাথে গত কয়েক দিন ধরে আমার একটা সম্পর্ক হয়েছে। সম্পর্কটা বন্ধুত্ব নাকি অন্য কিছু তা আমি বুঝতে পারছিনা। আসলেই বুঝতে পারছিনা। আমার মনে হয়, মেয়েটার সাথে আমার সম্পর্কটা বসন্তের বাতাসের মতো। মানে- বাতাস যখন আসে, তখন ভালোই লাগে।

আবার চলে গেলেও খারাপ লাগেনা... যদিও কিছুক্ষণের একটা শূণ্যতা ঠিকই থেকে যায়। মেয়েটাকে সেদিন বলেছিলাম এই কথাটা। সে খুবই মাইন্ড করেছে এতে... কেনো যে মাইন্ড করলো, আমি বুঝিনি... সে হয়তো ভেবেছিলো- আমি ওর সাথে আমার সম্পর্কটাকে "বন্ধুত্ব" বলে সংজ্ঞায়িত করবো। তা আমি করিনি। তা-ই হয়তো তার মাইন্ড করা... ০২ আমি মেয়েটার একটি নাম দিয়েছি।

জলকণা। আজ দেখলাম সামহোয়্যারে জলকণা নামে একটি নিক। আমি তো অবাক!! সেই মেয়েটাই কি?! তার পোষ্টে মন্তব্য করতে গেলাম। কিন্তু...! আমি এখনো "ওয়াচ" এ। মন্তব্য করা গেলো না।

০৩ আচ্ছা, এই নিকটা সে কোথায় পেলো? এই-ই সেই মেয়েটা? নাকি মেয়েটার কোনো বান্ধবী?! নাকি একেবারেই কাকতালীয়...? আর, আর মন্তব্যের সময়টা কখন আসবে?! কবে আমি পারবো মন্তব্য করতে...? আমার প্রথম মন্তব্যটা আমি জলকণাকেই করবো.... ফাইন থাকেন সবাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।