আমাদের কথা খুঁজে নিন

   

আর কত সইতে হবে মানুষটাকে?

মুছে যাক গ্লানি,মুছে যাক জরা....

মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি।নাম মাশরাফি।বাংলাদেশ ক্রিকেট দলের সেরা পেশ বোলার।আমি ব্যক্তিগতভাবে তার পরিবারকেও চিনি। আমরা উনাকে ডাকতাম "কৌশিকভাই" বলে। উনার মা "বলাকা অ্যান্টির" খুব ইচ্ছে,তাঁর ছেলে একদিন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হবে। কিন্তু হায়!!অধিনায়কত্বের প্রথম দিনেই মাঠের বাইরে!!প্রায় দশ মাস পার হতে চলল,তিনি মাঠের বাইরেই!!যদিওবা সুস্থ হলেন,পড়লেন এজমা জ্বরে। বিশ্বক্রিকেটের এই দূর্ভাগা প্রতিভাকে আর কত ভুগতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।