আমাদের কথা খুঁজে নিন

   

FM রেডিও কী শুধু গাভীরাই শোনে?

আমার উপরে কত গাড়ী চলে!

প্রশ্নটা জেগেছিল গতকাল লালসালুর একটা পোষ্ট দেখার পরে। FM এর আরযে রা প্রোগ্রামের শুরু, শেষে বা মাঝে একটা কথা প্রায়ই বলে। সেটা হল 'হায় গাইজ'। সম্ভবত তারা তাদের শোতাদের উদ্দেশ্যে এই কথা বলে। টিভি চ্যানেলগুলোতেও একই রকম সম্বোধন করা হয়।

আমি বাঙ্গালী মানুষ। এত কিছু বুঝি না। বাংলাদেশের গ্রাম এলাকায় গাভীকের 'গাই' ডাকে। আমার মনে হচ্ছে FM রেডিও আমাদের 'গাই' মানে 'গাভী' শ্রেনীর দর্শকদের উদ্দেশ্যে এই সম্বোধন করছে। আমার প্রশ্ন অন্যখানে।

FM রেডিও'র শ্রোতারা কী শুধু 'গাভী'? কোন ছাগু, গরু কী এই FM চ্যানেলগুলো শোনে না? ঝাতি ঝানতে চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।