আমাদের কথা খুঁজে নিন

   

আমি মূলত নি-ভাষার পক্ষের লোক।

গেরিলা কথাবার্তা
আমি মূলত নি-ভাষার পক্ষের লোক। ভাষা শেষ হয়ে যাওয়ার পর যেটুক নৈঃশব্দ থাকে, তার তাৎপর্য নিয়ে ভাবিত হই। আর, যেটুক ভাষার ভিতরে বসবাস করতেই হয়, তার নৈরাজ্য নিয়ে ভাবি। তখন, ভাষা ও তার পরিপ্রেক্ষিতের জঞ্জালগুলো সাফ সুতরো করারও একটা দায় তৈরী হয়। ভাষার দায় শুধু ভাষায় বসে থাকে না। সেখানে রাষ্ট্রভাষা স্রেফ মুখরোচক একটি জঞ্জাল, সামান্য কর্পোরেট কোম্পানীও যা নিয়ে বিকিকিনি করতে পারে। সেই মুহূর্তে ইতিহাস, অধিবিদ্যা, রাজনীতি, প্রেম সবকিছুরই দায় ভাষাকে নিতে হয়। ভাষা: নাইন ইলেভেনের পর তোমার সাথে আমার যে বিতর্ক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.