আমাদের কথা খুঁজে নিন

   

তাও নির্যাতন

আমার দেশের মত ডিজিটাল দেশ কোথাও পাবে না গো.. সে যে আমার ডিজিটাল জন্ম ভূমি...

ঘড়ির কাঁটার শব্দে ঘুম ভেঙে গেলে বলো দোষ দেবো কাকে তবে এভাবে কি সারা রাত কাটবে চাইলেও পারি থামিয়ে দিতে কি হবে বলো; সময়ের আকুতি-মিনতি দম বন্ধ হওয়ার কিছু লগ্ন আছে বাকি। প্রচণ্ড রাগে, চুলের তখন কি-বা দোষ অহেতুক জ্বালাতন মেনে নেয় বোবা চুল দু'মুখে হাতের আঙুল; তারও রূপ বুঝা দায় কখনো হাত বুলিয়ে আদর আর আর যখন-তখন ঠুকরে ফেলে দেয় আর কত সইবে বলো কালো রঙ নির্যাতন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।