আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল কবিতা (যদি কবিতা বলা যায়): এই ব্লগ ছেড়ে দুরে বহু দুরে অন্য কোন ওয়েবসাইটে

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

ব্লগে খুব অস্থির চারপাশে বড় বেশি শোরগোল অক্ষর ছুড়াছুড়ি, আর ছোড়া হাতে একদল দাড়ায়ে সাইডবারের পেছনে আর এক দল উকি দেয় ব্যানারের উপর থেকে মাঝখানে বিজ্ঞাপনে মাথা ভাসিয়ে থেকে থেকে হেকে উঠে ভেক। ব্লগে আজ বড় বেশি ধুলো কোথাও নেই হেলান দেবার, বসবার, হাসবার হাতে হাত রেখে কথা বলবার একটু নিরিবিলি উইজেট। চল যাই আজ এই ব্লগ ছেড়ে দুরে বহু দুরে অন্য কোন ওয়েবসাইটে, কোন তরুনের পরম মমতায় গড়া শান্ত সবুজ কোন সাইটে। আমরা দু'জন বসব সেখানে ডান কলামে ফুটারের একটু উপরে পা ঝুলিয়ে।

পাশের কোন গানের ওয়েবসাইট থেকে ভেসে আসবে অন্জন তার বৃষ্টির গান নিয়ে- দুরে কোথাও কোন রেডিওতে- 'এই পথ যদি না শেষ হয়'। কার্সরের ছোয়ায় ফ্লাশ প্লেয়ার হতে ঝরে পড়বে ঝলমলে তারার আলো মৃদু বাতাসে বাইনারী কোডগুলো ছুয়ে যাবে তোমার গাল, কিছুক্ষণ আমরা ভুলে যাব জীবনের যত রানটাইম এরর। আমি মোটেও কবি নই, মাঝেমধ্যে দু-একটা গান অনুবাদের ধৃষ্টতা দেখাই বটে। গত কাল রাতে মাথায় হঠাত্ আসা কিছু কথা সোজা করে সাজিয়ে কবিতার নামে একটা দুই নম্বর মাল চালিয়ে দিলাম। বিএসটিআই'র ভয়ে আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.