আমাদের কথা খুঁজে নিন

   

* ফেনী জেলা সমিতি

www.nationalnews.com.bd

বিসমিল্লাহির রাহমানির রাহিম ফেনী জেলা সমিতি রোম-ইতালী//রেজি নং-৬১৬৮ শ্রদ্ধাঞ্জলী ৫২র ফেব্রুয়ারীতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করেছেন সালাম, বরকত, রফিক, জব্বারের মত অগনিত মৃতু্ঞ্জয়ী ভাইয়েরা। মায়ের ভাষার মর্ষদা রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দানের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত করেন আমাদের এই মাতৃভাষা। তবেইতো সেই ভাষা আজ আন্তজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। শোক বিহবলতা ও বেদনা আর আত্নত্যাগ ফেনীবাসীরও রয়েছে। ভাষা সৈনিক এ্যাডভোকেট গাজীউল হক ও শহীদ সালামের জন্মভুমি ফেনী জেলাবাসীর পক্ষ থেকে আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের রুহের আত্নার মাগফেরাত কমনা করছি। ফেনী জেলাবাসী লাল সবুজের পতাকায় বিশ্বাসী। তাই ষেখানেই শহীদ মিনার সেখানেই ফেনীবাসীর শ্রদ্ধা। বি:দ্র:-ফেনী জেলাবাসীর পক্ষ থেকে " আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ " কর্তৃক আয়োজিত পিয়াচ্ছা ভিত্তোরিওস্থ কাঁচা বাজার সংলগ্ন নির্মিত বেদিতে পুস্পার্পণ করার আমন্ত্র করছি। :সভাপতি :সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ মাঈন উদ্দিন ভুইয়া (মাইন) সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন হায়দার কর্তৃক প্রচারিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।