আমাদের কথা খুঁজে নিন

   

* সম্পাদকীয় //

www.nationalnews.com.bd

আজ মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হওয়ায় জাতির জন্য গৌরবের বিষয়। আমাদের ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আমরা যদি তা করতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য আরো বড় ধরনের অর্জন। ভাষার জন্য আন্দোলন ও আত্মাহুতির এই দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে বিরল। ৫২-এর ভাষা শহীদদের পবিত্র রক্ত ধারা বেয়েই পরবর্তীতে অনেক অন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এসেছে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং আমরা অর্জন করেছি স্বাধীনতা। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।