আমাদের কথা খুঁজে নিন

   

রং পেনসিলের ছবিগল্প..(The Tale of Color pencils...)

আবীর শাকরান মাহমুদ

আমি রং পেন্সিলগুলোর সাথে মানুষের একটি বৈশিষ্ট্যের বেশ সাদৃশ্য খুঁজে পাই। একটা বক্সে বহু ধরণের বহু বর্ণের কালার পেন্সিল থাকে। অনেকটা হিউম্যান সোসাইটির মত। এখানে মানুষ আছে নানা বর্ণের, নানা বৈশিষ্ট্যের, নানান মূল্যবোধের বৈপীরিত্যের। Life is more like a box of color pencils. You know different colored pencils will be there. Just like you know, you’ll come across different kinds of people on the way of living. মেডিকেল লাইফ পুরোদমে চলতে থাকলে একটানা লেকচার, টিউটোরিয়াল, আইটেম এক্সাম, ওয়ার্ডে ডিউটির চাপে ক্যামেরা হাতে নেয়ার সময় তেমন হয়ে ওঠে না।

ফটোওয়াকে তো বের হওয়া হয়না বললেই চলে। তখন হাত নিশপিশ করে ছবি তোলার জন্য। বেশ কিছুদিন আগে ঠিক এরকম এক দিনে বাসায় বসে থাকতে থাকতে হঠাৎ ড্রয়ারের কোণায় পড়ে থাকা রঙ পেন্সিলের বক্সটা দেখে ছবি তোলার ভূত চাপল মাথায়। তুলে ফেললাম বেশ কিছু। ভালোই লাগল ছবিগুলো।

অনেকটা "ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু"র মত আর কি!! ছবিগুলো তুলতে ১৮-৫৫mm আর ৫০mm প্রাইম ইউজ করেছি। ব্লগে আপলোডের জন্য ছবির রেসোলিউশন ও সাইজ কমিয়ে দেয়া হয়েছে। ছবির পাশে আলাদা করে তাদের ফ্লিকার লিঙ্ক দেয়া আছে। কিছু ছবি আছে "The Tale of Color pencils...(রং পেনসিলের ছবিগল্প...)" সেটে। চেক আউট করলে ভালো লাগবে।

লিঙ্কঃ Click This Link আর ফেসবুকের লিঙ্কঃ Click This Link আবীর শাকরান ফটোগ্রাফি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।