আমাদের কথা খুঁজে নিন

   

আরো একটি সমঝোতা স্মারক

bd

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে খুলনায় ১৩ শ’ ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে স্কাউট ভবনে বাংলাদেশের পক্ষে পিডিবি’র প্রধান প্রকৌশলী আবুল কাশেম ও ভারতের পক্ষে এনটিপিসি’র জিএম এম এস চাওলা এই চুক্তিতে সই করেন। চুক্তি শেষে পিডিবি চেয়ারম্যান এস এম আলমগীর কবির জানান, বাংলাদেশ ও ভারতের সমান অংশীদারিত্বে হবে এই বিদ্যুৎ কেন্দ্র। এক মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করবে এনটিপিসি। আর কাজ শেষ হবে সর্বোচ্চ ৪ বছরের মধ্যে। এছাড়া সমঝোতা স্মারকে বাংলাদেশের পুরানো বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়ানো ও প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে ভারতের সহায়তা নেয়ার কথা বলা হয়েছে ।এর াাগের দিন ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ এবং পাওয়ার গ্রীড কোম্পানী অব ভারতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। আরো একটি সমঝোতা স্মারক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।