আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তে কদম



কঠিন কথা কতো সহজেই বলা যায়। যত সহজে কঠিন কথা বলা যায় ততই কি সহজ লাগে ? আলোচনার ফাঁকে চোখ পড়ে কদম গাছে কি আশ্চর্য ! বসন্তে কদম ফুটেছে ফুটবেনাতো কি করবে চারিদিকে কত কি ফুটছে । বসন্তে কদম তো ফুটতেই পারে । বর্ষার ফুল কদম বর্ষায় ফুটলেই ভালো দেখায় । এই অসময়ে তার ফোটা কেন? সবকিছু ডিজিটাল হচ্ছে তাই কদমও নাকি ডিজিটাল হয়ে যাচ্ছে ।

সেই সঙ্গে কি আমাদের মনটাও শুধুই ডিজিটাল হয়ে যাচ্ছে ? আমাদের মানবিক বোধগুলোও ডিজিটাল হয়ে যাচ্ছে ? একটি মেয়েকে প্রশ্ন করে দেখা যেতে পারে- কেমন লাগছে তোমার বসন্তে ফুটছে কদম, সবকিছুই উল্টা পাল্টা হচ্ছে , তোমার মনেও কি কোন রকম উল্টাপাল্টা হচ্ছেনা ? - কেন হবেনা । আমার মনও উল্টা পাল্টা । - কেমন? - এই যেমন সামনের বর্ষায় নতুন কেউ আসছে - যেমন - এই বসন্তে তোমার মত গাধার সঙ্গে আছি তাই বসন্তে কদম দেখছি । সামনে আর এই ভূল হবেনা । বসন্তের পরই আমার বিয়ে ।

তখন বসন্তে বসন্তের ফুলই দেখবো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।