আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে

আমার ভাল লাগার জগৎ শিল্প, সাহিত্য সংস্কতি। এবং সবার উপরে দেশ।

বায়ান্ন থেকে বাঙালি তার অশ্রুকে অবিনশ্বর করতে শিখেছে : শিখেছে এক নতুন স্থাপত্যকলা, যাতে অশ্রু রূপান্তরিত হয় শহীদ মিনারে। -- হুমায়ুন আজাদ তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস শতাব্দীকাঁপানো উল্লাসের নাম মধুসূদন তোমার থরোথরো প্রেমের নাম রবীন্দ্রনাথ বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম -- হুমায়ুন আজাদ বাংলাদেশের শহর গ্রামে চরে ফাগুন মাসে রক্ত ঝ'রে পড়ে। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে। -- হুমায়ুন আজাদ সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো -- রক্ত থোকা থোকা -- গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। -- হুমায়ুন আজাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।