আমাদের কথা খুঁজে নিন

   

নাম পরিবর্তনে জনগণের কি লাভ ?

লিখতে ইচ্ছে করে না

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের প্রধান বিমান বন্দরের নাম পরিবর্তনের জন্য বর্তমান সরকার উঠেপড়ে লেগেছে। বিমান কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যায় যে, এই নাম পরিবর্তনের জন্য সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে। এখানে আমার প্রশ্ন যে, কার জন্য সরকার এ ১২ হাজার কোটি টাকা খরচ করবে? এখানে সরকারের লাভ কি? সরকার তো জনগণের জন্য সকল কাজ করবে। যদি ১২ হাজার কোটি টাকা খরচ হয় তবে এখানে জনগণ কি লাভ করবে? আর সরকার কার টাকা খরচ করবে? সরকারকে যদি খরচ করতে হয় তবে জনগণের টাকা খরচ করতে হবে কিন্তু জনগণ এখানে কোন লাভ পাবে না। আবার বর্তমান সরকার যে নাম পরিবর্তনের রাজনীতির খেলায় নেমেছে তাতে মনে হয় বাংলাদেশে নাম পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে। বি.এন.পি যদি আবার ক্ষমতায় আসে তাহলে নিশ্চয় আবার বিমান বন্দর থেকে শুরু করে যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে তা আবার পুনরায় ফিরিয়ে আনবে না, তা কি করে বলা যায়। আর যদি এমন খেলা শুরু হয় তাহলে বাংলাদেশের জনগণের কি অবস্থা হবে। জনগণের টাকা যদি এমন ভাবে নাম পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দেশের কি হবে? আমার অনুরোধ বর্তমান সরকারকে আপনারা নাম পরিবর্তনের খেলা না খেলে জনগণের জন্য ভাবেন কি উপায়ে দেশকে উন্নতি করা যায়। নাম পরিবর্তনের টাকা গুলো আপনারা জনগণের কল্যাণের জন্য ব্যবহার করেন তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।