আমাদের কথা খুঁজে নিন

   

৭৭৭নামচা::অপ্রকাশিত চিঠি প্রকাশিত হোক বা না হোক, ২০ তারিখ মোড়ক উন্মোচন হবেই

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

সময়ের দিবাগত রাত আর শুধু রাতের মধ্যকার ঝামেলা অনুযায়ী এখনই ২০শে ফেব্রুয়ারী চলছে। তাই হিসেবে অনুযায়ী আজই অপ্রকাশিত চিঠির মোড়ক উন্মোচিত হবে। লেখকের নাম হিসেবে সুলতানা শিরীন সাজি দেখা যাওয়ায় বলার অপেক্ষা রাখেনা আরও একজন ব্লগারের বই মেলায় আসছে। সাজি আপুকে পরিচয় করিয়ে দেবারও কোন প্রয়োজন দেখছিনা; যে কয়েকজন ব্লগারকে প্রায় সবাই চেনে তিনি তাদের অন্যতম। প্রকাশিত বইকে গল্প-কবিতা-উপন্যাস-প্রবন্ধ কোন না কোন শ্রেণীতে ফেলা গেলাও ব্লগে অপ্রকাশিত চিঠির যে কাঠামো দেখেছি, তাতে অন্তত এর কোনশ্রেণীতেই এটি পড়বেনা।

বই প্রকাশিত হলে নাহয় শ্রেণীকরণ নিয়ে সময় করে ভাবা যাবে। অন্যান্য বইয়ের মোড়ক যেখানে উন্মোচিত হয় এটাও সেখানেই হবে। নির্ধারিত সময় : বিকাল সাড়ে পাঁচটা ( আশা করি, সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটাই হবে !!!) প্রাপ্তিস্থান : জাগৃতি প্রকাশনী (স্টল নং ৮৪-৮৫) সার্বিক ব্যবস্থাপনা : শ্রদ্ধেয় ব্লগার লীনা ফেরদৌস। । ।

আশা করছি, অপ্রকাশিত চিঠি প্রকাশ পাওয়ার সময় মঞ্চটা একটুকরো সামহোয়ারইন ব্লগ হয়ে উঠবে। শুভকামনা। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।