আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাঙা পথের রাঙা ধুলোয় পড়েছে কার পায়ের চিহ্ন (ছবি ব্লগ)

মহলদার
একজন মুক্তিযোদ্ধা খোকা মিয়া যিনি বহু বছর ধরে ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্ন ও তদারকি করে আসছেন। ছবি গুলো আজ তুলেছি সুনামগঞ্জের সীমান্তবর্তী মেঘালয়ের পাদদেশ সংলগ্ন নারায়নতলা নামক স্থানে যাওয়ার পথে। এখানে রয়েছে ৪৮জন শহীদ মুক্তিযোদ্ধার কবরস্থান, রয়েছে আদিবাসীদের পাড়া। একপাশে রয়েছে নদী, যদিও নদীতে এখন পানি নেই। দূর দিগন্ত জুড়ে ভারতের মেঘালয়ের সীমানা জুড়ে রয়েছে সুউচ্চ পাহাড়।

বিকেলে এখানের পরিবেশটা বেশ মনোরম। সুর্যাস্তের দৃশ্যটাও উপভোগ্য। দূর-দূরান্ত থেকে এখানে মানুষ বেড়াতে আসে। সুনামগঞ্জ শহর থেকে সামান্য দূরে নবীনগর খেয়া ঘাট পার হয়ে রিক্সায় ৩০-৪০ মিনিটের পথ নারায়নতলা। অনেক দিন পর আজ ঘুরতে গিয়েছিলাম, উদ্দেশ্য ছবি তোলা।

শেয়ার করলাম আমার আজকে তোলা কিছু ছবি। (পোষ্টের শিরোনামটা দিলাম প্রথম ছবিটার অনুকরনে। এই মাটির পথটি চলে গেছে উপজাতীয়দের একটি পাড়ায়। ওপাশে ভারত, পাহাড়ের উপর বিএসএফ ঘাটি। )
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।