আমাদের কথা খুঁজে নিন

   

এই বৈষম্যের মানে কী?



বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি---পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন। আমার তো সরকারি চাকুরেদের জন্য খুব ঈর্ষা হয়। বছরে ৫২ সপ্তাহে দুদিন করে ১০৪ দিন ছুটি। আরও কত যে ছুটি আছে সেটা জানার জন্য একটা ক্যালেন্ডারই কিনতে হয়! এই দেখুন না, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে 'ঈদের ছুটি' পেয়ে গেলেন তারা। টানা তি-ন ছুটি! অথচ আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাদের বেশির ভাগই সপ্তাহে ছুটি পান একদিন। আর যারা আমার মতো হতভাগা সাংবাদিক, তাদের তো কবপাল আরও পোড়া। বেশিরভাগ সরকারি ছুটির দিনেও বাধ্যতামূলক ওভারটাইম করতেই হয়। এই জীবনে আর কখনো ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে যেতে পারব কিনা কে জানে! কিন্তু এই বৈষম্যের মানে কী? একই দেশে একেক জনের জন্য একেক নিয়ম। সরকারের উচিত সপ্তাহে দুদিন ছুটি সব প্রতিষ্ঠানের জন্যই বাধ্যতামূলক করে দেওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।