আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ

বিবর্ণ স্বপ্নচারী

জীবনে অনেক কিছু না পাওয়ার আক্ষেপ আছে। তা আমার ভালভাবেই উপলদ্ধি হয় কিন্তু ব্লগে না নেওয়ার কারনে আরও বেশি আক্ষেপ হওয়া শুরু হয়েছে। স্কুল জীবনে প্রথম যখন আমার সাইকেল কেনার সাধ হয় সাইকেল কিনতে না পারার আক্ষেপ ছিল, কলেজ জীবনে ভাল রেজাল্ট না করার আক্ষেপ ছিল, প্রেয়সির একটি গোলাপ পাওয়ারও আক্ষেপ ছিল এত সব আক্ষেপ ছাড়িয়ে গেছে ব্লগে আমার মন্তব্য না করতে পারার আক্ষেপ। আমি অতি সাধারন মধ্যবিত্ত ঘরের ছেলে। বিলাসিতায় মানুষ হবার মত কোন সুযোগ এখনও ঘটেনি কিন্তু তার মধ্যেও সাধ্যের চেষ্টা চালিয়ে যাই।

কম্পিউটার আমি অনেক দিন ধরে ব্যবহার করি কিন্তু কিছুই তেমন জানি না যাই বা শিখেছি তা নিজের চেষ্টায়। আমি কিছুদিন ধরে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু নেটের ব্যাপারে কিছুই জানতাম না আমি আমার এক ভাইয়ের কাছ থেকে এই ব্লগের ব্যাপারে জানতে পারি। এখানে এসে আমার তো মাথা ঘুরে গেল। যাই হোক আমাকে এখানে লেখতে না দিলেও যাতে আমি আমার সমস্যাগুলো বলতে পারি তার একটা ব্যবস্থা হলে খুব খুশি হব।

মাঝে মধ্যে আমি কিছু লেখার চেষ্টা করি তবে সেটা কবিতা,গল্প,না ইতিহাস হয় জানি না। মনের অনুভূতিগুলোকে শুধু সাদাকাগজের মধ্যে বন্দি করি। আমার একাউন্টটা চালু হলে আমার খুব উপকার হয়। বাসুদেব বনিক(বিবর্ণ স্বপ্নচারী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।