আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন আজব গ্রহ



আকাশ আজ তন্দ্রাচ্ছন্ন।তারারা নাইতে নেমেছে,মহাকাশের ধারায়। কক্ষপথ বিচ্যুত কিছু ভাবনা,প্রস্তরে লিখি দিনলিপি, হয়তো কোন একদিন কেউ পড়বে,ভাববে এ কোন মানবের লেখা। যেমনটা আমরা ভাবি হাজার বছরের পুরনো কিছু পড়ে। ইতিহাস বয়েযায় ধুমকেতুর মত,ঝড় জলোচ্ছাস,বিদ্যুত চমকানো, বাজ পরা।হয়তো কেউ ব্যস্ত ফটোগ্রাফিতে,জমিয়ে রাখছে নক্ষত্রের মাঝে। একদিন নক্ষত্র পতনে সেই এলবাম খুলবে,নতুন মানবেরা ভাববে এ কোন আজব গ্রহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।