আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আর আমি কিছুতেই এক নই

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

তুমি আর আমি কিছুতেই এক নই যেমন অবিশ্বাস আর বিশ্বাস এক নয়, আঁধার আর আলো যেমন এক নয়, অসুন্দর আর সুন্দর যেমন এক নয়। শোষক আর শোষিত কখনো এক নয়, যেমন জালিম আর মজলুম এক নয়। তেমনি শাসক আর শাসিত এক নয়- অথবা আমলা আর পাবলিকও এক নয়। সাম্যবাদের পুস্তিকা যাই বলুক না কেন- নেতা আর গণসাধারণ এক নয়। “গ্রেট লিডার” অথবা “ডিয়ার লিডার”, কখনো সাধারণ কমরেডের সমান নয়। মিথ্যা আর সত্য যেমন এক নয়, তেমনি সাদা আর কালোও এক নয়। জোর করে বোঝাতে চাইলে কি হবে, নারী আর পুরুষ কখনো এক নয়। বিভাজন রেখা মুছে দিতে চাইলেই কি হয়, সে রেখার দু'পাশ কখনো এক হবার নয়। অবিশ্বাসী আর বিশ্বাসী কখনো সমান নয়, তুমি আর আমি কিছুতেই এক নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।