আমাদের কথা খুঁজে নিন

   

অক্ষমরাই গালি দেয়

আহমদ ময়েজ

বন্ধুবর ফকির ইলিয়াস একজন জাত কবি। কবির রাজনৈতিক দর্শন থাকতেই পারে। এর সঙ্গে সবার সহমত হতে হবে তিনি নিজেও সেটা মনে করেন না। তিনি রাজনৈতিনক চিন্তার আলোকে কলাম লিখেন জাতীয় দৈনিক থেকে শুরু করে ব্লগ পর্যন্ত। দেশবিদেশের সাহিত্যের ছোট কাগজেও লিখছেন প্রতিনিয়ত।

সেসব লেখায় তিনি নিরন্তর লালন করেন মুক্তিযুদ্ধের চেতনা ও একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থার। প্রসঙ্গক্রমে উঠে আসে রাজনীতির ডামাঢোল, নষ্ট রাজনীতির গেড়াকল, বণিকরাজনীতিকের অবয়ব। এসব লিখতে গিয়ে অনেক কুটাবাঁশ তৈরি হয় যা বিরুদ্ধবাদীদের প্রতিক্রিয়াশীল মানসিকতায় ঘা লাগে। আমরা তার সকল বিশ্লেষণে একমত হবো এটা যেমন ঠিক নয়, আবার তার মতামতকে ব্যক্তিগতপর্যায়ে অশ্লীলভাবে আক্রমণ করবো সেটাও কোনো সুস্থ-পন্থা হতে পারে না। কবি ফকির ইলিয়াস তার মতামত মানতে কাউকে বাধ্য করছেন না, তাহলে বিরুদ্ধবাদীরা গালি দিতে বাধ্য হচ্ছেন কেন? আমরা জানি, যারা যুক্তি-তর্ক বুঝে না তাদের সম্বল হলো গালি, গালি মানুষের অক্ষমতাকেই প্রকাশ করে।

এরা আবার নিকনামের আড়ালে ভীতুর মতো এই অশ্লীল পদ্ধতিটি কাজে লাগায়। কিছু মানুষ নিজের জলাশয়ে বন্দি হয়ে ভাবছে, এভাবেই জগত জয় করবে। এই অসুস্থতা থেকে ব্লগের মুক্তি অবশ্য প্রয়োজন। নিকনামের আড়ালে বসে যারা এসব গালাগালি করে সময় কাটান, তারা কী কখনও ভেবেছেন কবি ফকির ইলিয়াস এ বিষয়ে মডারেটারদের কাছে এখও কোনো অভিযোগ উত্তাপন করেননি? করে থাকলে নিশ্চয় তাদেরকে এতো দিনে ব্যান করা হতো। ফকির ইলিয়াসের এ বিষয়ে অভিযোগ করা উচিৎ—না হলে ব্লগের পরিবেশ সুস্থ থাকবে না।

আরো আবর্জনায় ভরে উঠবে। তাঁর উদারতার সুযোগ নিয়ে যারা গালির সিরিজ তৈরি করছেন, ভাববেন না এ উদারতা তার দুর্বলতা। সকলের প্রতি সম্মান রেখে বলতে চাই, হাতের কাছে ব্লগ নামক মিডিয়া ব্যবহারের সুযোগ পাওয়া অর্থ এই নয়, এটিকে অপব্যবহার করবেন। এই বোধটুকু অন্তত আমাদের থাকা উচিৎ। ‘দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর’ এটা জেনেই এসব বলছি।

সেই ভয়ঙ্কর দানবীয় নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ব্লগমাধ্যমকে সুন্দর পরিবেশ দেয়ার জন্য। একই সাথে মডারেটররা বিষয়টি বিবেচনায় নেবেন বলে আমার ধারণা। শুভবোধের উদয় হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.