আমাদের কথা খুঁজে নিন

   

আমি আসবোই, বৈশাখী রুদ্রতার মত

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

এই যে চলে যাচ্ছি আমি, ভেবোনা এ আমার অন্তিম যাত্রা। যেখানে ঝলসানো হাতগুলো শোষকের গুলি খেয়ে- বৃথাই বিলাপ করে, মার্সিডিজের জানালার কাচ ভেদ করে জেগে উঠে অগনিত ক্ষুধার্ত্বের হাহাকার, ঘাতক ট্রাক গ্রাস করে সকল মৌলিকতা, সেইখানে আমি বারবার ফিরে আসবো। ঠিক যেমনটি করে বৈশাখী রুদ্রতা আসে; অতি ধীরে ধীরে, ধীরে ধীরে- অথচ লন্ডভন্ড ঝড় তোলে মুহূর্তের নোটিশে। যে সমাজে কবিতাদের দুপাটি দাতে ঝুলে ব্যর্থতার হাসি, সে সমাজকে বাতিল কনডমের মত ছুড়ে ফেলে দিতে আমি আসবোই , বৈশাখী রুদ্রতার মত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।