আমাদের কথা খুঁজে নিন

   

শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায়

আমাকে সবাই ভালবাসা বলে ডাকে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সুচিকিৎসার জন্য আদালতে আবেদন জানিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ৬ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এ আবেদন জানান। আদালতে বাবর নিজে বলেন, তিনি গুরুতর অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির অনুমতি দেয়ার জন্য তিনি আদালতকে অনুরোধ করেন। ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস আগামী ২২ ফেব্রয়ারী তার চিকিৎসার আবেদনের শুনানীর তারিখ নির্ধারণ করেন। এসময় বাবর আদালতকে জানান, অসুস্থতার কারণে ঢাকা থেকে হবিগঞ্জ আসতে তার কষ্ট হয়। এ অবস্থায় আদালত ২২ ফেব্রয়ারী তার সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে শুনানীর অনুমতি দেন। সরকার পক্ষের আইনজীবীগণ সাংবাদিকদের জানান, ৬ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাবরের কাছ থেকে কিবরিয়া হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সৌজনে----- সুকান্ত গোপ হবিগঞ্জ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।