আমাদের কথা খুঁজে নিন

   

এই ছত্রগুলোর কোন কন্টেন্ট নেই-১০

শেষ বলে কিছু নেই

এই পথটা আগে সোজা ছিল ফলতঃ অনেক দূর পর্যন্ত দেখা যেত: একপাশে সূর্য ওঠা অন্যপাশে ডোবা এখন বেঁকে গেছে মহাবিশ্বের মত মহাকালের মত ফলে খন্ডিত হয়ে গেছে দৃষ্টিসীমা আর অস্তিত্ব থেকে হৃদপিণ্ড যাওয়ার পথে পড়ে গেছে অনেকগুলো বাঁক কোন বাঁকে পান্থশালা কোন বাঁকের সামাজিক বনায়নে আগন্তুক পক্ষিকুল... একটি বাঁকে অস্ত্র-কারখানা খুব জমে গেছে পূঁজি বাজার কোন বাঁকে জিপসিদের তাবু, ওরা আছে এখনও- ওটাই মানুষের ভবিতব্য কি না! অস্তিত্ব থেকে হৃদপিণ্ড যাওয়ার পথে কবিরা সন্ত্রাসী হয়ে উঠছে কলমের নিব দিয়ে ছুটছে অগ্নিগোলক, বুক পকেটের ডায়রি ভ’রে যাচ্ছে বজ্র-বিদ্যুতে যেমন পৃথিবীটা ভরে যাচ্ছে মানুষের হাড়গোড়ে এইসব হাড়গোড় থেকে একদিন বিস্তৃত হবে খনিশিল্প ডায়রি ভরতি বজ্র-বিদ্যুতে একদিন পাল্টে যাবে জলবায়ুতত্ত্ব অস্তিত্ব থেকে হৃদপিণ্ড যাওয়ার পথে বাঁকে বাঁকে ফল্ট- ভূমিকম্প-বলয় পুনর্বিন্যস্ত হচ্ছে শিলা ও মানুষ মানুষ ও মানচিত্র মানচিত্র ও কবিতা ছত্র ভেঙে ছত্রখান হয়ে যাচ্ছে পুরাতন ও পুরাণ অস্তিত্ব থেকে হৃদপিণ্ডে যেতে হলে নতুন করে পুরাণ লিখতে হবে গো কবিমণ্ডলি সময় সংকেত দিচ্ছে রাস্তাটা কিন্তু আরো বেঁকে যাবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।