আমাদের কথা খুঁজে নিন

   

তারে ডেকে নিতে তুমি



সন্ধ্যা মিলিয়ে গেছে-এই বসন্তে। পার্কের বেঞ্চিতে বসে আছি-এই আমি/তুমি আমাদের মতো আরো অনেকে-এই বসন্তে। পার্কের সমস্ত বাতি একসাথে জ্বলে উঠলো। চারিদিকে গভীর এক নির্জনতা- শুধু বাতাসের শব্দ ছাড়া-এই বসন্তে। আহ্ হা-এই বসন্তে... রাত গাঢ় হচ্ছে-এই বসন্তে কেউ রাখেনা তা খবর। হঠাৎ একসাথে পার্কের সব বাতি নিভে গেল, গাছের পাতার ফাঁক দিয়ে অর্পূব সুন্দর জোসনা পড়ছে- আমার গায়ে-তার গায়ে-তাহার গায়ে-এই বসন্তে। আহ্ হা...বসন্তরে আহ্ হা বসন্তরে... গাছের সব পাতা ঝঁড়ে যায়- মানুষের দুঃখ কষ্ট ঝঁড়ে যায় না-এই বসন্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।