আমাদের কথা খুঁজে নিন

   

কে বলে ওদের ছাগু? ওরা ৭১ এ ছিল হায়না? এখনও হায়নার মত চরিত্র! তাহলে ওরা ছাগু হলো কেমনে?


ব্লগে আমি এখনও নতুন। এসে দেখলাম ছাগু প্রজাতি! কিন্তু আসলেই কি এরা ছাগু নাকি ছাগুর পোষাক পড়া হায়না? হায়নার চরিত্র: হায়নারা কাপুরুষ। দল বেধে একজনকে আক্রমন করে। একা কখনও না। একটা বৈশিষ্ট হলো নিজেদের চেয়ে দুর্বল কাউকে এটাক করা।

দেখতে বিভৎস জানোয়ার। কাজ-কামও বিভৎস। দেখেই বলবেন হয়তো নিরিহ কিন্তু এ্যাকশনে গেলেই বলবে এরা হায়না! হায়নার হায়না সুলভ চরিত্র! ইুটিউবে সার্চ দেতে পারেন "hyena" লিখে! আমি সিওর তারপর জামাত-শিবিরকে আর নিরিহ ছাগু বলবেন না!! সবচেয়ে ভয়াবহ হলো হাসি। হায়নার হাসি। ভয় পাবেন।

৭১এর আগে থেকে ওরা ছিল হায়না। ষড়যন্ত্র করে, আদর্শ/মাথাগুলো কে খুন করে, ছাত্রদের রগ কেটে ২০১০ পযর্ণ্ত হায়নার মত আচরন করতেছে। এটাতো কখনও বদলায় নাই। ব্লগে এসে হায়নারা হয়ে গেল নিরিহ ছাগু? কেমনে কি? কালকে একটা পোষ্ট দিসিলাম হায়নাদের ছাগু আর কুকুরের জারজ বলে। এতে নিরিহ ছাগল এবং হিংস্র কুকুর চরিত্র হননের জন্য মনে হয় বেশীই রেগে গেছিলো আমার উপর।

আমি ছাগু আর প্রভুভক্ত কুকুরের কাছে মাফ চাচ্ছি। আর ঘিন্না হায়নাদের!!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।