আমাদের কথা খুঁজে নিন

   

"বিশ্বের দ্রুততম ট্রেন চীনের"

"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু
নতুন বর্ষবরণ উপলক্ষে চীনের সিআরএইচ ইউহান-গুয়াংহো ট্রেন সার্ভিসে সম্প্রতি যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামি ট্রেন। জি ১০৪৯ হারমোনি এক্সপ্রেস বা হেক্সি হাউ নামের এই ট্রেনটি গড়ে প্রতি ঘন্টায় ছুটতে পারে ২১৭ মাইল! খবর ইয়াহু নিউজের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই এই ট্রেনের গতি ওঠে ঘন্টায় ১২০ মাইল। সিমেন্স ও কাওয়াসাকির প্রযুক্তি ব্যবহার করে এই ট্রেনটি তৈরি হয়েছে স্থানীয়ভাবেই। সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, এই ট্রেন জাপানের তৈরি সিনকাসেন বুলেট ট্রেনের চেয়েও দ্রুতগতিসম্পন্ন। পরীক্ষা করে দেখা গেছে, সর্বোচ্চ গতিতে চলার সময় এটি প্রতি ঘন্টায় প্রায় ২৫০ মাইল যেতে পারে আর ৬৬০ মাইল দূরত্ব পেরিয়ে যায় মাত্র তিন ঘন্টায়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগে এই দূরত্ব অতিক্রমে সময় লাগতো ১১ ঘন্টারও বেশি। লিংক: Click This Link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।