আমাদের কথা খুঁজে নিন

   

ডুয়েট এ কানমলা খেল শিবির

রাজাকার ও তাদের বংশধরেরা ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাই পাবে

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চার শিবির নেতাকে প্রকাশ্যে কান ধরে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছিল ছাত্ররা। এছাড়া পুলিশ শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি শাহেদকে গ্রেপ্তার করেছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের সামনে কান ধরে যারা দাঁড়িয়ে ছিলেন তারা হলেনÑ তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আজিজুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মতিউর রহমান, পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাসুক এলাহী এবং যন্ত্রকৌশল তৃতীয় বর্ষের ছাত্র ফজলুল হক। তারা সবাই ছাত্রশিবির ডুয়েট শাখার নেতা।

এর মধ্যে মতিউর রহমান শিবিরের সদস্য এবং বাকি তিনজন শিবিরের সাথী। এর আগে ছাত্ররা তাদের হালকা মারধর করে বলে । কান ধরে দাঁড়িয়ে থাকার সময় মতিউর রহমানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে তারা যে কোনো শাস্তি মেনে নেবেন। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই কান ধরে দাঁড় করে রাখার বিষয়টি উপভোগ করেছেন বলে মন্তব্য করেছেন। এদিকে বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি শাহেদ ক্যাম্পাসে এলে ছাত্ররা তাকে ধরে পুলিশে দেয়।

ছাত্রলীগ ডুয়েট শাখার নেতা আবদুল্লাহ আল মাসুম জানান, শিবিরের কয়েক নেতা বিকাল ৩টার দিকে তাদের কাছে এসে জানান, তারা শিবির করে ভুল করেছেন। আর কখনো ভুল করবেন না বলে লিখিত দেন। এক পর্যায়ে তারা বলেন, তারা ক্যাম্পাসে থাকতে চান, এজন্য তারা তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এরপর তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.