আমাদের কথা খুঁজে নিন

   

কাল(সময়)

আমি পূজারী,শুধুই তোমার প্রেমের

আমাদের স্কুলে যখন ক্লাশ থ্রীতে পরতাম তখনকার কথা। আমাদের বাংলা ক্লাশ নিতেন মামুন স্যার। তিনি বাংলা ব্যকরণ পরানোর দিনে এই জোকস টা বলেছিলেন। আমরা বেশ মজা পেয়েছিলাম। দেখি আপনারা মজা পান কিনা?? এক স্যার তার ক্লাশের ছাত্রদেরকে ক্রিয়ার কাল পরাবেন।

তার আগে তিনি দেখতে চাইলেন কেউ এ বিষয়ে কিছু জানে কিনা। তাই তিনি জিজ্ঞেস করলেন , “কেউ কি বলতে পারবে কাল কত প্রকার?” ১ম ছাত্রঃস্যার কাল তিন প্রকার। অতীত কাল,বর্তমান কাল আর ভবিষ্যত কাল। ২য় ছাত্রঃহয়নি স্যার। কাল ছয় প্রকার।

অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল আর আগামীকাল। ৩য় ছাত্রঃওরটাও হয়নি স্যার। কাল বার প্রকার। অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল আর বসন্তকাল। ৪র্থ ছাত্রঃআসলে কাল হল স্যার চৌদ্দ প্রকার।

অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল আর বিকাল। ৫ম ছাত্রঃকাল হল ষোল প্রকার। অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল, আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল,বিকাল,ইহকাল আর পরকাল। ৬ষ্ঠ ছাত্রঃওরটাও হয়নি স্যার। কাল হচ্ছে মোট আঠারো প্রকার।

প্রকার। অতীত কাল,বর্তমান কাল,ভবিষ্যত কাল,গতকাল,আজকাল,আগামীকাল,গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরতকাল,হেমন্তকাল,শীতকাল,বসন্তকাল,সকাল,বিকাল,ইহকাল,পরকাল,মহাকাল আর ক্ষণকাল। তখন স্যার চীতকার করে বলে ওঠেন, “তোরা থাম,নইলে আমার হয়ে যাবে ইন্তেকাল”।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।