আমাদের কথা খুঁজে নিন

   

Data Entry কাজ বিষয়ক সহযোগীতা মূলক পরার্মশ

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

কালকে সামুতে ডাটা এন্টি কাজের কিছু লোক চেয়ে এই পোষ্টে মন্ত্যবে সবার আগ্রহ দেখে এই বিষয়ে কিছু সহযোগীতা মূলক পরামর্শের দেওয়ার জন্য এই পোষ্ট। প্রথমেই বলে নেয়া ভালো আমি কাউকে এই কাজের ব্যাপারে নিরুৎসাহিত করার জন্য এই পোষ্ট লিখছি না। আমি এই কাজগুলোর কিছু বাস্তব বিষয় তুলে ধরব তারপর যে যার মত সিদ্ধান্ত নিবেন আপনি কাজগুলো করবেন না করবেন না। কম্পিউটারে যত কাজ হয় অনলাইনে কিংবা অনলাইনের বাইরে এর মধ্যে ডানা এন্টি হচ্ছে সবচেয়ে সহজ কাজ। যারা সামান্যতমও কম্পিউটারে পারদর্শি হয় তারও খুব সহজে ডাটা এন্টির কাজ করতে পারে।

আর ঠিক এই কারনেই অনলাইনে ডানা এন্টি কাজের ক্ষেত্রে চাহিদাটা অন্যান্য কাজের তুলনায় বেশি। এইখানে আপনাকে সারা বিশ্বের মানুষের সাথে প্রতিযোগিতা করতে হয় বলে কাজ পাওয়া খুবি কঠিন হয়ে যায়। যে কারণে আমি কিংবা যারা ফ্রিল্যান্স বিষয়ে সামান্যতম জানে তারা কখনই ডানা এন্টি কাজের পরামর্শ দেয় না। এর চেয়ে বরং গ্রাফিক এর কাজ শিখলে কাজ তারাতারি পাওয়া সম্ভব্যনা থাকে। তবে যাই শিখুন না কেন শুধু অপারেটর না হয়ে আপনার নিজের মাঝে যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেগুলো কাজে লাগান তা না হলে কোন সফলতা পাবেন না।

এর বাইরে আপনি খুব সহজলভ্য করে যে কাজগুলো পাবেন তার অধিকাংশই লোকঠকানো, বাকিগুলো এমনভাবে তৈরী যেখানে আপনাকে ১ ডলারের জন্য ১ মাস সময় ব্যয় করতে হবে আর না হয় ক্যপচা ডাটা এন্টি কাজ (যে কাজের জন্য এই পোষ্টে লোক চাওয়া হয়েছে) করতে হবে। ক্যপচা কাজের জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবেনা আপনি কিছুদিন এ বিষয়ে নেট ঘাটাঘাটি করলেই এ কাজগুলো পেয়ে যাবেন। ডানা এন্টি কাজের মধেই এ কাজগুলোর চাহিদা কম বলে এগুলো কিছুটা সহজলভ্য। নিচে ক্যাপচা কাজের কিছু অসুবিধা এবং কারও সাথে কাজ শুরু করার জন্য আগে এ বিষয়গুলো লক্ষ রাখুন ১। আপনার হাতের স্পীপ ও দৃষ্টিশক্তি অবশ্যই যথেষ্ট পরিমানে ভালো থাকতে হবে।

। ২। আপনার নেট স্পিট খুব ভালো থাকতে হবে (যা বাংলাদেশে অপ্রতুল)। ৩। শুধু আপনার নেট স্পিট বেশি হলে চলবেনা যে সারভার থেকে কাজগুলো আসবে তার স্পিট ও ভালো থাকতে হবে।

তানা হলে আপনি কাজ করে এগুতো পারবে না। এর কারন আপনি ঘন্টায় ১০০টি ক্যাপচা এন্টি করতে পারছেন কিন্তু মূল্য সারভার থেকে আপনাকে ৭৫টির বেশি স্পাপলাই দিতে পারছেনা। বসে বসে আপনার সময় নষ্ট হচ্ছে। ৩। জেনে নিন ওদের অফার অনুযায়ী পুরো টার্গেট শেষ না করলে পারলে যতটুকু করেছেন ততটুকু কি পেমেন্ট পাবেন কিনা।

অনেক সময় দেখা যায় পুরো টার্গেট কমপ্লিট না করার কারণন একটাকাও পেমেন্ড পাচ্ছে না। বেকার ঘেটে গেছেন। ৪। যে লেখাগুলো আপনাকে লিখতে বলছে তা খুব অস্পষ্ট, ক্রেস সেনসেটিভ হতে পারে। এগুলো কে আপনি কত তারাতারি গ্রহণ করতে পারছেন।

৫। আপনার ভুল এন্টি ওরা কাউন্ট করবে কিনা। দেখা যাবে আপনি ১০০০/-টি এন্টি দিলে খুব ভাল এন্টি হলে ৭৫০ এর মত সঠিক হয়েছে। ৬। সব শেষে কাজের তুলনায় অল্প পারশ্রমিক জেনে আপনাকে কাজ করতে হবে।

এরকম অনেক অফারের মাঝ থেকে আমার মেইল থাকা একটি অফার আপনাদের বুঝার সুবিধার্তে নিচে দিলাম। [Regular 7pm evening to morning 10 am speed good coming of images You need to only type images and you see your number of entries in RECOGNIZE ALL entries Every entry which u type you see that plus on recognize all and if you type incorrect so they going incorrect and will only paying u recognizee correct entries Will paying you only peoples who handling more than 3000 per night and will only paying MONTHLY SALARAY. If you handling 3k per night so than salary will be $65 per month If you handling 4k per night so than salary will be $75 per month Same like will paying u and this work long term Awaiting your reply] এই অফারে বলা হয়েছে প্রতিদিন আপনি যদি ৩,০০০/ ক্যপচা এন্টি দেন তবে আপনাকে মাতে ৬৫/- ডলার পেমেন্ট করা হবে। আর যদি ৪,০০০/- এন্টি করতে পারেন তবে আপনাকে ৭৫/-ডলার মাসে পেমেন্ড করা হবে। যা বাংলাদেশী টাকায় হবে ৫৩০০/ টাকার মত। এখন ভেবে দেখুন আপনি উপরের সমস্যগুলো নিয়ে প্রতিদিন এই পরিমান এন্টি করতে পারবেন কিনা।

নিজেকে যাচাই করার জন্য পরীক্ষামূলক এই লিংকটিতে গিয়ে রেজ্রিষ্টেশন করে কাজ করে দেখুন আপনি এই কাজের করে কতটা সুবিধা করতে পারবেন। এটি একটি রাশিয়ান ক্যপচা এন্টি ওয়েব। এদের পেমেন্ট সিসটেম আমার কাছে পরিস্কার না বলে পরীক্ষামূলক করতে বলছি। কাজ নেওয়ার ক্ষেদ্রে নিচের বিষয়গুলো লক্ষ রাখুন ১। উপরের অসুবিধা গুলো কতটা তা নিশ্চিত হন।

২। ভায়া কোন মাধ্যম না গিয়ে সরাসরি নিজে বায়ারের সাথে কথা বলে কাজ নিন তাতে মধ্যসর্ত ভোগীদের সুবিধা আপনি নিজেই নিন। নেটে এরকম অনেক ওয়েব পাবেন যাদের মধ্যে দিয়ে আপনি কাজ পাবেন। ৩। বায়ার এবং ওয়েবগুলো গুলো ভূয়া কিনা এই বিষয়ে আগে খোজ খবর নিয়ে নিন।

এই সব বিষয়ে ওয়েবে অনেক তথ্য পাওয়া যায় একটু সার্চ করলেই আপনি তথ্য পেয়ে যাবেন। ৪। কাজগুলো একা একা না করে গ্রুপ নিয়ে করুন। তাতে সফল হওয়ার সম্ভবনা বেশি। ৫।

মনে রাখবেন কিছুদিন কাজ করে যদি বাদ দিয়ে দেন সেক্ষত্রে আপনি কোন পেমেন্ড নাও পেতে পারেন মাঝখান থেকে বিনা পারশ্রমিকে সময় নষ্ট করলেন। ৬। বায়ার পেমেন্ট সিসটেম জেনে নিয়ে জানুন তা বাংলাদেশে কার্যকরী কিনা। না হলে বাংলাদেশে কার্যকরী এমন সিস্টেমে বায়ার পেমেন্ড করবে কিনা। ক্যপচা ছাড়া সহজ ডানা এন্টি একটি ওয়েবে এড্রেস এখানে রইল ।

ভিজিট করে দেখতে পারেন। আমার এই ব্লগটি কাজ আমি কেবল শুরু করেছি এখন শেষ করিনি তাই এটি পরিপূর্ণ না। তারপরও দেখতে পারেন এখানে ডাটা এন্টি কাজ দেয় এরকম অনেক ওয়েবের লিংক দেওয়া আছে। আরো কোন প্রশ্ন থাকলে আমাকে মেইল করুন এই নাম্বারে । আমি যতটুকু জানি ততটুকু উত্তর দিব আর যেটুকু না জানি সেটুকু আমি যাদের কাছ থেকে জানি তাদের কাছ থেকে জেনে আপনাদের জানানো চেষ্টা করব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।