আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই বর্বর হামালা?

আমি মুসলিম, প্রথমে আমি নামাজ পড়ে এসে ফেসবুক ওপেন করি তার পর আপডেড নিউজ দেখি বিভিন্য চ্যানেল ও মিডিয়াই ,দেশের বিভিন্য এলাকাই মসজিদের মুসল্লি আর পুলিশের সংঘর্ষ ,আমার মনটা খুবই খারাপ হল ,যে আমরা কোন দেশে বাস করি মুসলিম রাষ্ট্রে মুসলমানদের জাতীয় মসজিদে নামাজ পড়তে বাধা দিবে এটা আমার প্রত্যশা ছিলনা,কিছু ভিডিও দেখে আমিতো পুরাই হতবাক যে how can it possible যে আমাদের দেশের পুলিশ কি করে নামাজী মুসলমানদের গায়ে হাত তুলতে পারে যে খানে তাঁদের আজ এই মহা সমাবেশ কে সমর্থন দেয়ার কথা এবং সার্বিক ভাবে সহযোগিতা করার কথা কারন আজকের এই আন্দোলন কোন ব্যাক্তি স্বার্থে নয় আজকের এই আন্দোলন আল্লাহ ও মহানবী সঃ কে খারাপ ভাষায় গালি গালাজ করার জন্য এই আন্দোলন ছিল এবং যাকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের কোন কিছুই সৃষ্টি করতেন না। যার গায়ে একফুটা কলঙ্ক মক্কার কাফের মুস্রিকরা পর্যন্ত দিতে পারে নাই এমন কি আল আমিন নামে উপাধি দিয়েছিল সেই সময়কার ইসলাম বিদ্বেষী কাফের মুস্রিক রা । আজকের এই আন্দোলন নাস্তিকদের ফাসির দাবি ছিল ,এখানে যুদ্ধ অপরাধীর বিচার বন্ধ করার আন্দোলন ছিল না ,আজকে কেন ঝিনাইদাতে মুসজিদের ইমাম মিত্যু বরন করল কেন আজ পুলিশ বাধা দিল এবং কেন এই বর্বর হামলা সাধারন মুসাল্লিদের উপর কেন আজ শত শত মুসল্লি আহত হল সারা বাংলাদেশে এর জবাব কে দিবে আমরাই্তো আপনাকে আজ বাংলাদেশের প্রধান মন্ত্রি বানাইছি হইত আপনি ভুলে গেছেন এ কথা এবং আমাদের টাকা দিয়ে আপনার এবং পুলিশ বাহিনীকে বেতন পে করে থাকেন।আমাদের সবাই কে একদিন মরতে হবে এবং সৃষ্টি কর্তার কাছে আমাদের সবার ফিরে যেতে হবে ,আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আর লেখ তে চাই না ।কেন সরকার রজাকারের বিচার করছেনা এর কারন কি? বিচার তো আর জনগন করবেনা ?,তা হলে কেন সরকার আমদের সাথে খেলা করছে। আমরাও চাই যারা রাজাকার তাঁদের ফাসি হোক যদি ফাসি নাই দিতে পারে তা হলে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে international crime tribunal ঘঠন করা হল এদের কাজ কি শুধু বসে বসে বেতন নেওয়া। why they are fail to give sentence আমরা কি এখন ভাবব যে our government fail to Justice them and in conclusion i wanna judge them যে ব্যাক্তি রাসুল কে নিয়ে তিরস্কার করছে এবং গালি গালাজ করছে মাননীয় প্রধান মন্ত্রি এর কাছে আমার আকুল আবেদন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।