আমাদের কথা খুঁজে নিন

   

কিছু না লিখি না লিখি করে ভালোবাসা দিবসের জন্য কিছু লিখা

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

আজ সামুতে শুধু ভালোবাসা আর ভালোবাসা পোষ্ট। কেউ একটি দিনের পরিধি থেকে বেড়িয়ে সারাবছরই ভালোসার পক্ষে কেউ এই দিনকে আলাদা করেই পালন করার পক্ষে। কোন ভাগে আমি নিজেকে জড়াবো সেটাই আমি কখনও ভেবে দেখিনি। এই ভেবে দেখার মাঝেই দেখতে পেলাম এখন আর মানুষ বলে না আমি দেশের বরং বলে আমি বিশ্বের। সেই উৎস থেকেই এই ভালোবাসা দিবসটি আমাদের হয়েছে।

কেউ কেউ এগুলো কে আবার সাংস্কৃকৃতির আগ্রাসহ বলে মন্তব্য করে। তাদের ভাষায় এগুলো আমাদের বাংলা সাংস্কৃকির জন্য বিপদজনক। আমি এর পক্ষে বিপক্ষের মাঝামাঝি। আমার কথায় আমি পৃথিবীল সকল ভালোকেই গ্রহণ করব তবে সেটা পুরোপুরি বাংলাদেশী থেকে। অন্যের সংস্কৃতিকে গ্রহণ করতে গিয়ে নিজের প্রকৃত জাতীবোধ যারা ভুলে গিয়ে বিজাতীয় নেশায় মাতে আমি তাদের পুরোপুরি ঘৃণা করি।

আরো ঘৃনা করি তাদের যারা অন্যের সংস্কৃতি নিজের মাঝে টেনে এনে পান্ডিত ফলায় কিন্তু নিজের সংস্কৃতি অন্য জাতীর মাঝে বিলিয়ে দিয়ে নিজেদের পরিচিত করার কথা একবারও ভাবে না। আসুন আজ আমরা এই ভালোবাসা দিবস থেকেই মনে মনে শপখ রাখি; আমরা ঠিক যতটা অন্যের সংস্কৃতি গ্রহণ করব। নিজের সংস্কৃকৃতিকে তার চেয়ে সামন্য একটু বেশী হলেও অন্যের কাছে পরিচিত করে তুলবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।