আমাদের কথা খুঁজে নিন

   

যদি হয় ভালোবাসা-বাসি; হউক মোমের মতো জ্বলে ও গলে

_________________সেলাই গাছের কারখানা _______________________________________
প্রদীপ জ্বলে অন্ধকার হারায় অন্ধবুক চিতায় জ্বলে কী? জ্বলে মমপাপ আমার শেষ ইচ্ছে তুই বেঁচে থাক্; কথা ও কবিতায় যদি হয় ভালোবাসা-বাসি; হউক মোমের মতো জ্বলে ও গলে যদি একটানা হই চুপচাপ আমাকে ফেলে রাখা ভালো গর্ত ও গুহায় পাথরের বুক চিরে বেঁচে থাকুক চর; পথ ও সময় ওইদিন আমি ফুল কিনি, কাঁটা কিনি তোকে ভালোবেসে যদি পাল্টানো যায় দৃষ্টি ও আক্ষেপ আমাকে খুলে রাখা হউক জমানো হাওয়ালজ্জায় দেহের পাশে এই যে শোয়া আত্নীয়বন্ধন; সে কি উষ্ণতায়? অনিচ্ছা ভ্রমে ওই দিনটির কথা... বছর ঘুরে দাঁড়ায় মনের ত্রাসে যদি সরে যেতে যেতে বাড়ে সন্তাপ আমাকে ঘুমের ভেতর ধ্বংস করো অজ্ঞাতকামনায় ভুল যদি হয় পূর্বনির্ধারিত অশুভক্ষণ; তাতে ক্ষতি কি প্রণয়? শ্বাসে-শ্বাসে শুধু একটি দিন তোর জন্য শিকল পরাই উষ্ণশ্বাসে যদি শেখানো হয় দেহের পরিমাপ আমি খুলতে দেবো তোকে খাঁচার পাখি ও ভয় আজ হউক, কাল হউক হবেই তো একদিন হাওয়া সংশয় খালি চেয়ারও তোকে ডাকছে পার্কে; অপলক চোখের বিশ্বাসে ____________________________________কিছুক্ষণ আগে প্রিয় এক মানুষের কাছ থেকে ছবিগুলো পেয়ে এই ক'টি লাইন সংযুক্ত হল তখনই...। অবলীলায় ভেতর থেকে আসা আবেগি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।