আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত আগমনী (১৪১৬ সাল)।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

বসন্ত আসছে নুতন শাখে বসন্ত আসছে নুতন পাতায় ফুল-ফল, মন রঙিন সবই রঙিন বসন্ত আসছে এ ধরায়..... বসন্ত আসছে পলাশ,স্বর্ণটি,অশোক,জবা,রাবন ফুলের ঝারে বসন্ত আসছে কেয়ার পাতায় কাঁঠাল,সুপারী,জাম আমের ডালে ,অশ্বথের কোলে বসন্ত আসছে সকলের মনের দুয়ায়। বসন্ত আসছে বুলবুলির রাঙা ঠোঁটে যুবতী'র গাদা রাঙা খোপায় বসন্ত আসছে বক সারসের ডানায় ব্যস্ত কাদাখোচা,পানকৌড়ির কর্দমাক্ত ডাঙ্গায় পাকা কুলে সরু আলো চুপটি করে লুকাই। এ বসন্ত হাওয়ায়, জাগছে মরা, ভাঙ্গছে বরফ চাঁই বিরহী মাঘ মুখ ফিরেয়ে করছে হায় হায় । বসন্ত আসছে উম্মত্ত রক্তিম প্রস্রবনে দিগ্ববিদিক প্রকৃতি উতলা বাতাস গাইছে তার'ই আগমন গীতি বসন্তের আহবানে সাজুক সবাই নুতন ঢঙে, নুতন রঙে জাগুক বিশ্বহৃদয় হিংস্রতা,স্বার্থপরতা,হানাহানী ভুলি চল গাই.......বসন্তের জয়....বসন্তের জয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।